News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ৬ অক্টোবর ২০১৯
আপডেট: ২২:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২০

রিফাত হত্যা মামলায় ৪ আসামির আত্মসমর্পণ

রিফাত হত্যা মামলায় ৪ আসামির আত্মসমর্পণ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার সকালে বরগুনা নারী ও শিশু আদালতে তারা আত্মসমর্পন করেন। জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণ করা ওই চার আসামি হলেন- প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্ক দুই নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, তিন নম্বর আসামি আবু আবদুল্লাহ রায়হান, ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কোপানো হয়।

গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ২৭ জুন বরগুনা থানায় মামলা করেন।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়