মাল্টি প্রোডাক্টের অভাব পুঁজিবাজারে: বিএসইসি চেয়ারম্যান

আমাদের দেশের পুঁজিবাজার এখনও যে পষায়ে রয়েছে তার উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে মাল্টি প্রোডাক্টের অভাব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পছন্দের জায়গাটি সীমিত উল্লেখ করে খায়রুল হোসেন বলেন, বিনিয়োগকারীদের লেভেল অব নলেজ যেটা, যে ইনভেস্টমেন্ট করবে সেই নলেজ সীমিত। কাজেই একাডেমির কাজই হলো সেই নলেজ বেজকে এনাউন্স করা। এবং তাদেরকে শিক্ষিত করে তোলা। যাতে পুঁজির চেয়েও এ নলেজটা তার ইনভেস্টমেন্টে ক্ষেত্রে প্রফিট আর্ন করতে সবচেয়ে বড় ক্যাপিটাল হিসেবে আবির্ভূত হয়।
পুঁজিবাজারের বিকাশ ত্বরান্বিত করতে একাডেমি (বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট) প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, সবচেয়ে লেটেস্ট টেকনোলজি কি, নতুন প্রোডাক্ট কি আসছে, এখানে বিনিয়োগকারীদের জন্য কি আছে, নতুন ধরণের কারসাজি ডিফেকশন, আইডিয়েন্টিফিকেশন এবং তার বিরুদ্ধে যে অ্যাকশন নেয়া সেগুলো এ একাডেমির মাধ্যমে শেখা হচ্ছে।
আরও বলেন বলেন, পৃথিবীর অন্যান্য দেশে পুঁজিবাজারে যেসব প্রবলেম আইডেন্টিফাই করেছে এবং সেই আইডেন্টিফাইড প্রবলেমকে কিভাবে এড্রেস করেছে তার এক্সপ্রিয়েন্সের আলোকে নিজেদের শিক্ষিত করতে হবে। একইসাথে সকলে সম্মিলিতভাবে পুঁজিবাজাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর