News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ২ অক্টোবর ২০১৯
আপডেট: ০২:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

২৪ বছরে সরগম

২৪ বছরে সরগম

দেশের সঙ্গীতবিষয়ক একমাত্র নিয়মিত মাসিক পত্রিকা ‘সরগম’ ২৪ বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিনটি পালনে এক আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গীতিকার কে. জি. মোস্তফা, নাট্যজন রামেন্দু মজুমদার, প্রখ্যাত সুরকার, গীতিকার ও শিল্পী আজাদ রহমান, সাবেক সিএজি ও সচিব মাসুদ আহমেদ, জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সরগম’ সম্পাদক কাজী রওনাক হোসেন। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুরশীদ আলম, দীপ্তি রাজবংশী, মাসুদ আহমেদ, রেবেকা সুলতানা, ইয়াসমীন মুশতারী, রূপু খান, নারায়ণ চন্দ্র শীল, তারেক-মঞ্জুষা, উল্কা হোসেন, শেখ হেমায়েত, রোকেয়া হাসিনা নীলি, মুনতারিন মহল, সনম সুমী, শিপ্রা ভৌমিক, স্বপন কুমার দাস, নাসরিন ফেরদৌস চমন, সেলিনা হোসেন, তৃষা প্রমুখ ও সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়