বড় বড় দালানকোঠায় ভর্তি শহর যেমন একটি দেশের উন্নয়নের পরিচয় দেয়, সবুজে ছাওয়া গ্রামও তেমনি একটি দেশের সৌন্দর্যের প্রতীক৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন ছোট ছোট কিছু দেশ রয়েছে, যেগুলোতে কোনো গ্রামের অস্তিত্ব নেই। তারা ইচ্ছা করলেও আর গ্রাম তৈরি করেত পারবে না।
চলুন জেনে নেয়া যাক সেসব দেশের নাম-
মোনাকো
ইউরোপের এ দেশটির আয়তন মাত্র ২০২ হেক্টর৷ ২০১৭ সালের হিসেবে দেশটির জনসংখ্যা ৩৮,৬৯৫ জন৷ এইটুকু দেশে গ্রাম আর শহর বলে আলদা কিছু নেই।
নাউড়ু
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট এই দ্বীপ দেশটি মাত্র ২০ দশমিক ৯৮ বর্গকিলোমিটারের৷ আর মানুষ থাকেন ১৩,৭৪৯ জন৷বাংলাদেশের যে কোনো বড় গ্রামেও এই সংখ্যক মানুষ বাস করে। সুতরাং সেখানে গ্রাম বলে কিছু থাকার অবকাশ নেই।
সিঙ্গাপুর
এশিয়ার এই দেশটি তুলনামূলক বড়৷ ৭২১ দশমিক পাঁচ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান৷ ২০১৭ সালের হিসেবে এর জনসংখ্যা ৫৬ লাখের একটু বেশি৷ দেশটিতে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। ফলে সেখানে গ্রাম বলে আর কিছু অবশিষ্ট নেই।
ভ্যাটিকান সিটি
ইউরোপের এই দেশটি ইতালির রাজধানী রোমের ঠিক মাঝখানে৷ ৪৪ হেক্টর জায়গায় বাস করেন কেবল এক হাজার মানুষ৷
অ্যাঙ্গুইলা
এই দেশটির অবস্থান ক্যারিবীয় অঞ্চলে৷ ১৪ হাজার ৭৬৪ জন মানুষ বাস করেন ৯১ বর্গকিলোমিটার এলাকায়৷
বারমুডা
উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশটি মাত্র ৫৩ দশমিক ২ বর্গকিলোমিটার৷ ২০১৭ সালের সবশেষ আদমশুমারিতে এর জনসংখ্যা ছিল ৬৫,৪৪১ জন৷
কায়মান দ্বীপপুঞ্জ
পশ্চিম ক্যারিবীয় অঞ্চলের এই দেশে ৬১, ৫৫৯ জন মানুষের বাস৷ অবস্থান ২৬৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে৷
জিব্রাল্টার
এটি স্বাধীন দেশ না হলেও মূল দেশ যুক্তরাজ্য থেকে অনেক দূরে স্পেনের ভূখণ্ডে ৬ দশমিক ৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান৷ এই ছোট্ট জায়গাতেই ৩৪ হাজার ৫৭১ জন মানুষের বাস৷
হংকং
রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও হংকং বিশেষ স্বায়ত্তশাসন ভোগ করে৷ আইন, অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে এর অনেককিছুই মূল চীনের চেয়ে আলাদা৷ প্রায় ৭৪ লাখ মানুষ বাস করেন এক হাজার বর্গকিলোমিটার এলাকায়৷
ম্যাকাও
হংকংয়ের মতোই চীনের আরেকটি ছোট্ট অঞ্চলের নাম ম্যাকাও৷ এই শহরটিও ভোগ করে হংকংয়ের মতোই বিশেষ স্বায়ত্তশাসন৷ ১১৫ বর্গকিলোমিটার এলাকায় বাস করেন সোয়া ছয় লাখ মানুষ৷