বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে কিশোরগঞ্জে বাণিজ্যমেলা বন্ধ
র্যাফেল-ড্রসহ বিভিন্ন বেআইনি কার্যক্রমের অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর কুটিরশিল্প ও বাণিজ্যমেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
মেলার আয়োজক কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী হাজি জালাল উদ্দীন ভূঁইয়া বরাবর জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত কিশোরগঞ্জ কালেক্টরেটের জুডিশিয়াল মুন্সিখানার এ চিঠির অনুলিপি আজ কুলিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি এবং পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে।
২২ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ করা হয়, আয়োজক স্থানীয় একটি উচ্চ বালিকা বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানের মাঠে এ মেলা আয়োজনের অনুমতি চাইলে স্কুলের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি নারী শিক্ষার্থীরা ইভটিজিং ঝুঁকিতে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন মত দেয়ায় বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশিত নীতিমালা ও শর্তাবলি অনুসরণ করে উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশ দেয়া হয়। কিন্তু আয়োজক হাজি জালালউদ্দীন ভূঁইয়া স্থান পরিবর্তন না করে এসব শর্ত ও নীতিমালা ভঙ্গ করে মেলা শুরু করে র্যাফেল-ড্রসহ বিভিন্ন বেআইনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।
এছাড়া চিঠিতে সরকারি নির্দেশ অমান্য করা হলে সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়। এ কারণে আজ সোমবার থেকে মেলাটি বন্ধ হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/ডি








