News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৪১, ১৯ জানুয়ারি ২০২০

ক্যাসিনো: মতিঝিলে ৪ ক্লাবে অভিযান

ক্যাসিনো: মতিঝিলে ৪ ক্লাবে অভিযান

রাজধানী মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ক্লাবগুলো হলো মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোটিং ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাব। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এসব ক্লাবের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা গেছে।

মতিঝিল থানার ওসি (তদন্ত) মনির হোসেন মোল্লা বলেন, সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের সময় জিনিসপত্র এসব ক্লাবে এনে রাখা হয়েছে। এ ছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে।

অভিযানে ভিক্টোরিয়া ক্লাব থেকে ক্যাসিনোর সরঞ্জাম ও মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

গত বুধবার যুবলীগ নেতা খালেদ মাহমুদের ইয়াংমেনস ক্লাবে অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। ওই দিন আরও কয়েকটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ওই সব ক্লাব থেকে মদ, নারী, মাদকসহ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পিআর/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়