বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিরিজে টানা তিন ম্যাচে হারলেও ক্যাপ্টেন মাসাকাদজাকে বিদায়ী ম্যাচে জয় উপহার দিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিরিজে টানা তিন ম্যাচে হারলেও ক্যাপ্টেন মাসাকাদজাকে বিদায়ী ম্যাচে জয় উপহার দিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিরিজে টানা তিন ম্যাচে হারলেও ক্যাপ্টেন মাসাকাদজাকে বিদায়ী ম্যাচে জয় উপহার দিয়েছে জিম্বাবুয়ে। অবশ্য এ ম্যাচের আগেই টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে রশিদ খানের দলটি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা আফগানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষকরলো জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়েই ক্রিকেট থেকে বিদায় নিলেন হ্যামিল্টন মাসাকাদজা।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচে আফগানদের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন হ্যামিল্টন মাসাকাদজা। মুলত তার ঝড়ো ব্যাটিংয়ে ১৯.৫ ওভারে তিন উইকেটে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে।
বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঝড় তোলেন ক্যাপ্টেন হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনিং জুটিতে ৪০ রান তুলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন ব্রেন্ডন টেইল। এরপর রেগিস চাকাভাকে সাথে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন মাসাকাজদা। এ জুটিতে তারা দলীয় শতরান পার করেন।
অবশেষে দলীয় ১১০ রানের মাথায় দৌলত জাদরানের বলে বিদায় নেন মাসাদাকজা। তিনি ৪২ বলে চার বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর চাকাভা ৩২ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ৩৯ রান করে বিদায় নেন। শেষ মুহুর্তে কেন উইলিয়ামসন ২১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে আফগানরা। দলের পক্ষে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৪৭ বলে চার বাউন্ডারি ও চার ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া হজরতউল্লাহ জাজাই ৩১, শফিকুল্লাহ ১৬ রান করে বিদায় নেন।
শেষ দিকে গুলবাদিন নাইব ১০ ও ফজল নিজাই ১২ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ক্রিস এমপুফু ৪ ওছারে ৩০ রানে একাই চারটি উইকেট শিকার করেন। এছাড়া মুতুমবদজি নেন দুটি উইকেট।