News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২৩:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইখোলা এলাকার আনোয়ার হোসেনের ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাসরিন (২৬) এবং তার দুই মেয়ে নুসরাত (৮) খাদিজা (২)। এ ঘটনায় আহত সুমাইয়া (১৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা য়ায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে একই পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. হারুনর রশিদ বলেন, নাসরিনের বোনের জামাই আব্বাসের সঙ্গে সুমনদের পরিবারের কলহ চলছিল। এর জেরে আব্বাস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে আব্বাস পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়