News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

আলিয়ার সঙ্গে চুমুর দৃশ্যে আপত্তি সালমান খানের?

আলিয়ার সঙ্গে চুমুর দৃশ্যে আপত্তি সালমান খানের?

আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধে এবার অভিনয়ের কথা ছিল সালমান খানের। কিন্তু তা আর হচ্ছে না। সালমান খান নিজেই জানিয়েছেন, আলিয়া ভাটের সঙ্গে তিনি অভিনয় করছেন না। 

কিন্তু কারণ কী?

সঞ্জয় লীলা বনসালির আগামী ছবি ‘ইনশাআল্লাহ’। এই ছবিতেই দুজনের অভিনয় করা কথা ছিল। ছবিটি ২০২০ সালে ঈদে মুক্তি পাওয়ার কথা। 

ভারতের গণমাধ্যম জানাচ্ছে, সঞ্জয় লীলা বনসালির জন্য নয়, বরং আলিয়ার জন্যই এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সালমান।  সালমান খানের আসল আপত্তি ছিল ছবিটির স্ত্রিপ্ট নিয়ে। কারণ স্ত্রিপ্ট অনুসারে আলিয়ার সাথে সালমানের একটা চুমুর দৃশ্য আছে, যাতে নারাজ ছিলেন বলিউড সুপারস্টার। 

সঞ্জয় ভালো করেই জানে যে, শুধুমাত্র এই চুমুর দৃশ্যের জন্য সিনেমাতে অভিনয় করছেন না সালমান। তাছাড়া সঞ্জয় খুব ভালো করেই জানতেন যে, সালমান কখনই কোনো চুমুর দৃশ্য করতে রাজি হবেন না। তাহলে এটা তো সহজেই বলা যেতে পারে যে, আলিয়া বা চুমুর জন্য নয়, বরং 'ইনশাআল্লাহ'-তে অভিনয় না করার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে।  

মুম্বাই মিররের রিপোর্ট অনুসারে, সালমানের পর এখন ‘ইনশাআল্লাহ’-তে আলিয়ার সাথে প্রধান ভূমিকায় দেখা যাবে ঋত্বিক রোশনকে। যদিও এই তথ্যটি এখনো ঘোষণা করা হয়নি। 

অন্যদিকে, সালমান খান তার 'দাবাং-থ্রি' ছবিটি নিয়ে ব্যস্ত। ছবিটি চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই সিনেমাতে তার বিপরীতে প্রধান ভূমিকায় দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়