News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মেহজাবিনের

ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মেহজাবিনের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে দেওয়া একটি স্ট্যাটাসে এ অনুরোধ জানান তিনি।

তিনি লেখেন, “আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।”

আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছেন, তাদের বিরুদ্ধে তারা (পুলিশ) যথাযথ ব্যবস্থা নেবে।'

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়