আবারও ‘প্রেমের তাজমহল’
ব্যবসাসফল ছবি ‘প্রেমের তাজমহল’। গাজী মাহবুব পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর অভিনীত ছবিটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই বানানো হচ্ছে ‘প্রেমের তাজমহল টু’।
তবে নায়ক-নায়িকা কে থাকছেন তা এখনও নির্দিষ্ট করা হয়নি বলে জানা গেছে।
পরিচালক জানিয়েছেন, ঈদের পর ছবিটির সব বিষয় চূড়ান্ত করা হবে।
প্রেমর তাজমহল টু ছবির গল্প লিখেছেন গাজী মাহবুব। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম