News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

এবার প্রকাশ্য বিরোধিতায় আইএস ও আল কায়েদা

এবার প্রকাশ্য বিরোধিতায় আইএস ও আল কায়েদা

দুই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার মধ্যে বিরোধ এবার প্রকাশ্য রূপ নিয়েছে। বহুদিন ধরে এই দুই চরমপন্থী গোষ্ঠীর দ্বন্দ্ব নিয়ে গুঞ্জন চললেও এই প্রথম বিষয়টি প্রকাশ্যে এলো।

ইরাকে স্বতন্ত্র খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আইএস নেতা আবু বকর আল বাগদাদির তীব্র সমালোচনা করেছেন আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি। সিএনএন।

গত বুধবার একটি ইন্টেলিজেন্স গ্রুপের ট্রান্সলেসন সাইটে জাওয়াহিরির এই বক্তব্য প্রচারিত হয়। জাওয়াহিরি বলেন, “আইএস ইরাকে যে খিলাফত প্রতিষ্ঠার কথা বলছে তা আল কায়েদা স্বীকার করে না।”

জাওয়াহিরি বলেন, “আমরা আবু বকর আল-বাগদাদিকে কখনোই খিলাফতের যোগ্য বলে মনে করিনি। ইসরায়েলি বোমায় গাজা যখন পুড়ে যাচ্ছিল, তখন বাগদাদি গাজাবাসীর সমর্থনে এগিয়ে যায়নি। কিন্তু অন্যান্য মুজাহিদিনদের সঙ্গে আলোচনা না করেই নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। অন্যান্য মুজাহিদিন দলগুলোকে একত্রিত করার বিষয়ে উদ্বেগ থাকায়, বাগদাদি কেবল কিছু মানুষের সমর্থন নিয়ে নিজেকে খলিফা ঘোষণা করেছেন।”

গাড়িবোমা ফাটিয়ে বা বোমা বিস্ফোরণ ঘটিয়ে খিলাফত প্রতিষ্ঠা করা যায় না, বরং জনতার পছন্দের ভিত্তিতেই খিলাফত প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন জাওয়াহিরি।

আইএস-আল কায়েদার দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা উইলিয়াম ম্যাককান্ট। তিনি বলেন, “আইএসের বিরুদ্ধে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়